অনলাইনে প্রাথমিক/ ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল 2019

অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অথবা ডাইরেক্টর অব প্রাইমারী এডুকেশন (DPE) এর ওয়েব সাইটে পাবেন পিএসসি বা ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট। রেজাল্ট পেতে www.dpe.gov.bd এই ওয়েব সাইটে গিয়ে প্রাথমিক সমাপনী ফলাফল-২০১৯ লিংকে গিয়ে পরীক্ষার নাম, সাল, বিভাগ, জেলা উপজেলা/থানা এবং রোল নাম্বার দিলেই পেয়ে যাবেন আপনার রেজাল্ট।

অনলাইনে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি

ফলাফল পেতে সর্বপ্রথম এই www.dpe.gov.b\d লিংক এ প্রবেশ করুন ।
এখন আপনার সামনে একটি পেইজ দেখাবে এবং সেখানে কিছু বক্সে তথ্য পূরণ করতে হবে ।
”পরীক্ষার নাম” অপশনে ক্লিক করার পর ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও প্রাথমিক শিক্ষা সমাপনী এই দুটি অপশন দেখাবে । আপনি যে পরীক্ষার ফলাফল দেখতে চান সেটা সিলেক্ট করুন ।
”পরীক্ষার সন” এই অপশনে ক্লিক করে 2019 সাল সিলেক্ট করুন ।
”বিভাগ” এ ক্লিক করে আপনার বিভাগ নির্বাচন করুন ।
”জেলা” তে ক্লিক করে আপনার জেলা নির্বাচন করুন ।
”উপজেলা/থানা” ক্লিক করে আপনার উপজেলা/থানা নির্বাচন করুন ।
এবং সর্বশেষ ”রোল নম্বর” বক্সে আপনার পিএসসি পরীক্ষার রোল নম্বর দিন ।
সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে “সমর্পণ করুন”

প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পেতে এখানে ক্লিক করুন
Click Here

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.