অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অথবা ডাইরেক্টর অব প্রাইমারী এডুকেশন (DPE) এর ওয়েব সাইটে পাবেন পিএসসি বা ইবতেদায়ী পরীক্ষার রেজাল্ট। রেজাল্ট পেতে www.dpe.gov.bd এই ওয়েব সাইটে গিয়ে প্রাথমিক সমাপনী ফলাফল-২০১৯ লিংকে গিয়ে পরীক্ষার নাম, সাল, বিভাগ, জেলা উপজেলা/থানা এবং রোল নাম্বার দিলেই পেয়ে যাবেন আপনার রেজাল্ট।
অনলাইনে প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি
ফলাফল পেতে সর্বপ্রথম এই www.dpe.gov.b\d লিংক এ প্রবেশ করুন ।
এখন আপনার সামনে একটি পেইজ দেখাবে এবং সেখানে কিছু বক্সে তথ্য পূরণ করতে হবে ।
”পরীক্ষার নাম” অপশনে ক্লিক করার পর ইবতেদায়ী শিক্ষা সমাপনী ও প্রাথমিক শিক্ষা সমাপনী এই দুটি অপশন দেখাবে । আপনি যে পরীক্ষার ফলাফল দেখতে চান সেটা সিলেক্ট করুন ।
”পরীক্ষার সন” এই অপশনে ক্লিক করে 2019 সাল সিলেক্ট করুন ।
”বিভাগ” এ ক্লিক করে আপনার বিভাগ নির্বাচন করুন ।
”জেলা” তে ক্লিক করে আপনার জেলা নির্বাচন করুন ।
”উপজেলা/থানা” ক্লিক করে আপনার উপজেলা/থানা নির্বাচন করুন ।
এবং সর্বশেষ ”রোল নম্বর” বক্সে আপনার পিএসসি পরীক্ষার রোল নম্বর দিন ।
সকল তথ্য সঠিকভাবে পূরণ করা হলে “সমর্পণ করুন”
প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পেতে এখানে ক্লিক করুন
Click Here
Leave a Reply